যে ৭ টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়…

বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আর এই যুগে কম্পিউটার আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করা থেকে শুরু করে আমাদের কর্মজীবন এবং এমনকি দৈনন্দিন জীবনে এটি একটি বড় ভূমিকা পালন করে।

সুতরাং, প্রত্যেকের জানা উচিত কিছু প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা কি? কম্পিউটার এর যে ৭ টি স্কিল অর্জন না করলেই নয় তা হলঃ

১) বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা: মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটার এর স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে কম্পিউটারে কাজ করতে হলে একটি কীবোর্ডের কোথায় কোন ‘কি’ আছে যদি না জানেন তবে কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সংগ্রাম করতে হবে । প্রতিদিন আমরা নিয়ম করে কিছুখন টাইপ করলে আমাদের দক্ষতা বাড়বে।

২)  ডকুমেন্ট তৈরি: এটি আরেকটি প্রয়োজনীয় দক্ষতা, বিশেষ করে যদি আপনি কাজের কিংবা পড়াশুনার উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করার পরিকল্পনা করছেন। Microsoft Word ও Google Docs এর মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা । Google doc এবং Office 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয় এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে।

এছাড়াও রয়েছে Microsoft Excel বা Google Sheets হলো একধরণের spreadsheet। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো যায় ।

৩) তথ্য উপস্থাপন দক্ষতা: স্পষ্টভাবে এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আজ, প্রায় প্রতিটি ক্ষেত্রে উপস্থাপনা দক্ষতা প্রয়োজন, এবং আমাদের অধিকাংশই অনুষ্ঠানে উপস্থাপনা দিতে হয়। আর একাজে প্রোজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে প্রতিনিয়তই ব্যবহার করা হয় Google Slides কিংবা Microsoft PowerPoint। আর এসব সফটওয়্যারে রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেসেন্টেশন কে আকর্ষণীয় করে তুলতে পারা যাই।

 ৪) ইন্টারনেট ব্রাউজিং কিংবা তথ্য খোজার দক্ষতা: আজকের দিনে ইন্টারনেট হল তথ্যের সোনার খনি। কিন্তু আপনি যদি কার্যকরভাবে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে না জানেন, তাহলে আপনি ইন্টারনেটের সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হবেন না। এতে সার্চ ইঞ্জিন ব্যবহার করা, একাধিক ট্যাব খোলা এবং আপনার পছন্দের ওয়েবসাইট বুকমার্ক করার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে৷

৫) অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা: অনেকসময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি, কাউকে নিয়ে কটুক্তি করি৷ কিন্তু এগুলো করা একদমই উচিত নয় কেননা ভার্চুয়াল জগতের সব কিছুই ট্র্যাক করা যায় । অন্যদিকে এটি একজন মানুষকে বাস্তব জীবনে যেভাবে কষ্ট পায় সেভাবে কষ্ট দিতে পারে ।

কম্পিউটার ও ইন্টারনেটে নিরাপত্তা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ ব্যবহার করা এবং সাধারণ সাইবার হুমকি সম্পর্কে সচেতন হওয়া।

৬) বেসিক কম্পিউটার হার্ডওয়্যার: কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে, সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরি।   এছাড়াও পিসি কীভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাসমুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র‍্যাম, হার্ডডিস্ক, কিবোর্ড, মাউস ও মনিটর এগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে।

৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশাল নেটওয়রকিং: সোশ্যাল মিডিয়া হল আরেকটি অপরিহার্য কম্পিউটার দক্ষতা, বিশেষ করে যদি আপনি এটি ব্যবসায়িক কিংবা পড়াশুনার উদ্দেশ্যে ব্যবহার করেন। Facebook, Twitter, এবং LinkedIn-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিকে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করতে হয় তা জানা আপনার সোশাল নেটওয়রকিং এবং আপনার কর্মে উন্নতি করতে সাহায্য করতে পারে। এছাড়া কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা জানাও গুরুত্বপূর্ণ।

এগুলি কেবলমাত্র কয়েকটি প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা যা প্রত্যেকের জানা উচিত। এই দক্ষতাগুলি আয়ত্ত করার মাধ্যমে, আপনি একজন কম্পিউটার পেশাদার হওয়ার পথে ভাল থাকবেন।

সংগ্রহ ও সংকলনঃ তপু

মূল উৎস ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…

ছবিঃ পিক্সাবে

One thought on “যে ৭ টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *