সকালের যে স্বাস্থ্যকর অভ্যাসে বাড়বে আয়ু

খাদ্যাভ্যাস, এলাকার পরিবেশ, আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয় কাজ করে এই দীর্ঘায়ুর পেছনে।

বাইরে দেখুন, দিনটি ভালো বলুন । মনে রাখবেন বৃষ্টি এবং ঝড়ও সুন্দর হতে পারে । সামান্য নড়াচড়া বা হালকা ব্যায়াম করুন – এমনকি ১০ বার উঠবস করাও অনেক উপকারী ।

প্রথম যে মানুষটার সঙ্গে আপনার দেখা হল, তাকে ভালো কিছু বলুন।” আশপাশের মানুষের প্রশংসা করা । এমনকি আপনার স্ত্রী বা সন্তানসহ কাউকে দেখলে সুন্দর কিছু বলুন ।

পানি পান করুন, যা খাবার হজমতন্ত্র দিয়ে পার হওয়াকে সহজ করে, সঙ্গে কমায় রক্তচাপ ও কোলেস্টেরল।

সকালে স্বাস্থ্যকর নাস্তা বাদ দেওয়া যাবে না স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যে দীর্ঘায়ু পাওয়া জন্য আবশ্যক সেটা অবাক করার কোনো বিষয় নয়।

কফির বদলে চা পান করলে উপকার কম নয়, বরং বেশিই।

মূল উৎস ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *