অনেকেরই রোগ সেরে যাওয়ার কিংবা সামান্য সুস্থ বোধ করলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার প্রবণতা আছে। অনেকসময় নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওষুধ ব্যবহার না করার কারণে রোগ নিরাময়ে দেরি হতে পারে, এমনকি ওষুধ পুরোপুরি বৃথাও যেতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সবাইকে আক্রমণও করে না। তবে যে ওষুধগুলো দেওয়া হয় তাদের পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে কোনগুলো বিপজ্জনক সেটাই জেনে নিতে হবে।
ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার আগে ওষুধ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করে জেনে নিনঃ
কোন ওষুধের কী কাজ? | পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি? | কোন পার্শ্বপ্রতিক্রিয়া বিপজ্জনক? | ওষুধ খাওয়া বন্ধ করলে কী হবে? | কখন খেতে হবে? | কীভাবে খেতে হবে? | কতদিন খাওয়া লাগবে?